Tuesday, April 18, 2017

স্মরণীয় বাণী

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

        ১। সেরা পাপী

মরণের চিন্তা আর পরকালের ভয়,
যদি না থাকে মনে সেরা পাপী হয়।

         ২। নিরন্তর সুখভোগ

পরকে যে ভালবাসে আপনার মত,
পায় সে জীবনব্যাপী সুখ অবিরত।

         ৩। সফল জীবন

খোদাভীতি আর প্রীতি রেখো যদি মনে,
সফল জীবন তুমি পাবে দুজাহানে।

          ৪।  সঠিক নেতা

পুণ্যতে আদেশ আর বাঁধা পাপাচারে,
যে দিতে পারে সঠিক নেতা বলে তারে।

            ৫। সেরা হিংসুক

মনে যার জাগে সদা কারো দুঃখে সুখ,
তাকে বলে পৃথিবীর সেরা হিংসুক।

         ৬। গুণী হতে হলে

যদি তুমি পৃথিবীতে গুণী হতে চাও
চুপে চুপে জনস্বার্থে কাজ করে যাও।


৭। ভাব রেখো না তার সাথে যার

  সাথে তোমার মন মেলে না,

যেয়ো না সে স্থানে যেথায়

তোমার আদৌ দাম থাকে না।


         

   

No comments: