মরণের ডাক
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
আর করিসনে রঙ্গলীলায়
কালাতিপাত ভবে,
মরণ তোকে ডাকছে নিত্য
চলে যেতে হবে।
না ফেরার এক দেশে একদিন যাবি তুই নীরবে-
আর করিসনে রঙ্গলীলায় কালাতিপাত ভবে।।
পরকালে যাওয়ার জন্যে
আসলি এ ভুবনে,
যাওয়ার পুঁজি করলি কিনা
চিন্তা কর নিজ মনে।
ভাবীর পুঁজি না করে আর থাকিসনে গৌরবে,
আর করিসনে রঙ্গলীলায় কালাতিপাত ভবে।।
ভবের কর্মের সুফল কুফল
থাকে ওই দেশটিতে,
পাপী সেথা থাকে দুঃখে
পুণ্যবান শান্তিতে।
দম শেষ হলে ওই দেশেরই যাত্রী হবে সবে,
আর করিসনে রঙ্গলীলায় কালাতিপাত ভবে।।
অচীনপুরে যাওয়ার সময়
আর বেশি নেই বাকি,
অল্প সময় হাতে আছে
দিস না তা আর ফাঁকি।
দিনের সূর্য কাত হয়েছে জাগবি তুই আর কবে-
আর করিসনে রঙ্গলীলায় কালাতিপাত ভবে।।
.......
No comments:
Post a Comment