মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
স্বাধীনতা তুমি আমার
প্রস্ফুটিত ফুল,
স্বাধীনতা তুমি আমার
শান্তি সুখের মূল।
স্বাধীনতা তুমি আমার
নির্ভয়ে পথ চলা,
স্বাধীনতা তুমি আমার
মায়ের ভাষা বলা।
স্বাধীনতা তুমি আমার
অথৈ জলের কূল,
স্বাধীনতা তুমি আমার
অস্তিত্বেরই মূল।
স্বাধীনতা তুমি আমার
প্রীতির দোলে দোলা,
স্বাধীনতা তুমি আমার
উন্নতির ঢেউ তোলা।
স্বাধীনতা তুমি আমার
নাগর দোলার দোল,
স্বাধীনতা তুমি আমার
বিজয় ধ্বনির ঢোল।
স্বাধীনতা তুমি আমার
ন্যায়ের পথে চলা,
স্বাধীনতা তুমি আমার
সঠিক কথা বলা।
স্বাধীনতা তুমি আমার
প্রাণের ধন অতুল
স্বাধীনতা তুমি আমার
বঙ্গমাতার কোল।
......
No comments:
Post a Comment