Wednesday, April 19, 2017

অন্তমিলে 'মা' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আম্মা, অম্বা, অম্বালা, মা
     মাতৃ, অম্বালিকা,
প্রসূতি, আই, জন্মধাত্রী
      জন্মদা, জনিকা।

প্রজনিকা, প্রজয়িনী
     অম্বিকা, জননী,
জনয়িত্রী, ঠাকরুণ, ধাত্রী
      পালয়িত্রী, জনি।
             .......

No comments: