Monday, April 17, 2017

সাবধান বাণি (গান)

নিজকে তুমি নিত্য ভাবো
মহাজ্ঞানী ধামে,
দেশবাশীদের মাঝে এতে
রয়েছ দুর্নামে।
পাপীরাও তোমাকে আজ পশু বলে জানে-
আর দেরী নয় সময় থাকতে পথ চলো সাবধানে।।

হায়েনাবৎ হাসি সদা
মুখে থাকে তোমার,
পিছে রক্ত চূষে সামনে
ভানটা করো কাঁদার।
জনতার ক্ষোভ জাগে তোমার এ শয়তানী ভানে-
আর দেরী নয় সময় থাকতে পথ চলো সাবধানে।

তোমার বদন দেখায় খুবই
রূপলাবণ্যে ভরা,
কিন্তু সবার মনে সেটি
আছে থুথু মারা।
যাচাই করলে মেলবে এটির সত্যতা সবখানে-
আর দেরি নয় সময় থাকতে পথ চলো সাবধানে।।

No comments: