Tuesday, April 18, 2017

জারিনের অংকনপ্রীতি

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

জারিন মনি আপন মনে
   নিত্য বি আঁকে,
মনলোভা ছবি আঁকার
    দক্ষতা সে রাখে।

গাছ, পালা, ঘর, প্রকৃতি, ফুল
     আরো শত শত,
সকল ছবি জারিন মনি
      আঁকে অবিরত।

তার চমৎকার অংকন কাজে
         রয়েছে সুনাম,
আঁকিয়েদের মাঝে তাই তার
         শীর্ষে থাকে নাম।
             ......

No comments: