Friday, April 7, 2017

মদন আলির চমক (লিমেরিক-৩)

  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বর্তমানে মদন আলি দক্ষ একজন ঘটক,
নিত্য দেখায় ঘটকালিতে দারুণ দারুণ চমক।
সুশ্রী পাত্রীর খোঁজ যখন পায় মদন,
পাত্রীপক্ষের মন করে সে হরণ।
পরের ঘটক সেজে নিজের বিয়ের দেখায় ঝলক।

No comments: