Wednesday, April 19, 2017

রমজনে প্রার্থনা-১৫

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-১৫

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আমার সকল পাপ খোদা আজ
ক্ষমা করে দাও,
নিষ্পাপ বান্দা বলে আমায়
কবুল করে নাও।
পুণ্যশূণ্য এ জীবনে বহাও কৃপার বাও-
আমার সকল পাপ খোদা আজ,ক্ষমা করে দাও।।

জেনেশুনে করব না আর
আমি কোনো পাপ,
শপথ করছি পাপ সমুদ্রে
দেবো না আর ঝাঁপ।
নিত্য তুমি সত্যপথে আমাকে হাটাও,
আমার সকল পাপ খোদা আজ,ক্ষমা করে দাও।

দুনিয়া ও আখেরাতের
পুণ্যময় সব কাজ,
করার জন্য মাগছি শক্তি
তোমার কাছে আজ।
তুমি খোদা,আমার প্রতি কৃপানেত্রে চাও-
আমার সকল পাপ খোদা আজ,ক্ষমা করে দাও।।

জীবিতদের জন্যে খোলা
রেখো কৃপার দ্বার,
কবরবাসী উম্মাহকে দাও
জান্নাত উপহার।
প্রভু তুমি আমায় নফসে মোতমাইন্না দাও।
আমার সকল পাপ খোদা আজ,ক্ষমা করে দাও।।

                     ......

No comments: