Wednesday, April 19, 2017

রমজানে প্রার্থনা-৫

(পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-১৪)

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

নির্যাতিত মুসলমানদের
রক্ষা কর প্রভু,
ধরায় তাদের আর্তনাদে
রেখো না আর কভু।
বিশ্বে তাদের চিরতরে রেখো মহীয়ান-
কবুল করো এ পার্থনা ওহে দয়াবান!!

ভবে তোমার একত্ববাদ
প্রচার করে তারা,
জীবনেও মেনে চলে
পাক কোরআনের ধারা।
পৃথিবীটা করো তাদের শান্তি ভোগের স্থান-
কবুল করো এ প্রাথনা ওহে দয়াবান!!

তারাই করে জীবন কোরবান
তোমার তরে ধরায়,
অকাতরে রক্ত ঝরায়
ইসলামের মান রক্ষায়।
বদর, উহদ, কারবালা এর প্রকৃষ্ট প্রমাণ-
কবুল করো এ প্রার্থনা ওহে দয়াবান!!

ইসলাম ধর্মের নীতির ওপর
আঘাত আসে যখন,
প্রতিরোধে শক্তি প্রয়োগ
করে এরা তখন।
রেখো না তাই হীন করে ধরায় মুসলমান-
কবুল করো এ প্রার্থনা ওহে দয়াবান!!

মুনাফিক লোক যারা আছে
মুসলমানদের মাঝে,
পতন দিয়ো তাদেরকে সব
মুনাফেকি কাজে।
কারণ, তারাই ধরায় করে মুসলিম ম্রিয়মাণ-
কবুল করো এ প্রার্থনা ওহে দয়াবান!!

মুসলিম নিধন করছে যারা
এখন পৃথিবীতে
ধ্বংস করো শক্তি তাদের
তোমার কুদরতিতে।
তাদের ওপর মুসলমানদের বিজয় করো দান-
কবুল করো এ প্রার্থনা ওহে দয়াবান!!
                      ........

No comments: