Wednesday, April 19, 2017

রমজানে প্রার্থনা--১৯

রমজানের প্রার্থনা -১৯

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রমজানে চাই খোদা
তোমার দিদার,
মার্জনা চাই আরো
সকল গুনার।
তাই যাচি তব পানে ওহে পরওয়ার,
     মঞ্জুর কর এ নিবেদন আমার।।

জাগাও ধরায় সুখের
ফুল্লধারা,
দ্যুলোক হয় না যেনো।
দুঃখের কারা।
সিয়ামে হোক নসিব স্বর্গ সবার,
মঞ্জুর কর এ নিবেদন আমার।।

সাওমে আসে যেনো
তাকওয়া আমার,
এর বেশি নেই কিছু
চাওয়া আজ আর।
মানবতার মুক্তির খুলে দাও দ্বার-
        মঞ্জুর কর এ নিবেদন আমার।।

                  .....

No comments: