Wednesday, April 19, 2017

অন্তমিলে মৃত্যুর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ইন্তেকাল, মর, মরা, প্রয়ান
                        চিরবিদায়, নিধন,
কবর গমন, জান্নাত গমন,
                     চিরবিশ্রাম, মরণ।

মান্দ্য, অত্যয়, উপরতি,
                   বিলোপ, চিরশয়ন,
চিরনিদ্রা, শেষনিশ্বাসত্যাগ,
                না-ফেরারদেশ গমন।

নিপাত, প্রত্যয়, পটল তোলা,
                   উৎক্রম, মহাপ্রয়ান।
জীবনহানি, অক্কাপ্রাপ্তি,
                    অক্কা, দেহাবসান।

লোকান্তর, নাশ, মৃত্যুবরণ,
           কালনিদ্রা, প্রাণত্যাগ,
জীবনান্ত, জীবনবিনাশ,
            যম, শব, দেহত্যাগ।
             ........

No comments: