Wednesday, April 19, 2017

অন্তমিলে আকাশের নাম

  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অম্বর, নীলিমা, নভ,
        ব্যোম, শূন্যলোক, 
সুরপথ, আসমান,
         নাক, নভোলোক।

দ্যুলোক, অনন্ত, খগ
        নক্ষত্রমণ্ডল,
নভস্থল, নীলাম্বর,
        খ, নভোমণ্ডল।

আকাশ, অনন্ত, নীল
    দ্যু, বায়ুমন্ডল,
অভ্র, শূন্য, অন্তরীক্ষ,
    গগন, অঁচল।
        .....

     
      

No comments: