পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-২৯
--মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
হে ক্ষমাশীল বিশ্বপ্রভু রাব্বানা,
কবুল করো আজ আমাদের প্রার্থনা।।
কবুল করো রমজানের সব ইবাদত,
সাওম, সালাত আর পাক কোরআন তিলাওত।
অতীতের সব গুনা করো মার্জনা,
আমাদের নাম পাপীর খাতায় রেখো না-
কবুল করো আজ আমাদের প্রার্থনা।
সাদকাহ, জাকাত যা' দিয়েছি রমজানে,
তা' কেবলই তোমার তুষ্টি বিধানে।
আমরা যাচি শুধু তোমার করুণা,
বিপদগামী হতে কভু চাহি না,
কবুল করো আজ আমাদের প্রার্থনা।।
এ বিশ্বটা করো তুমি শান্তিময়,
যাতে এটি সবার সুখের হয় আশ্রয়।
চাই না প্রভু জাহান্নামেের যন্ত্রণা,
তোমার কাছে জান্নাত করি কামনা।
কবুল করো আজ আমাদের প্রার্থনা।।
........
No comments:
Post a Comment