Wednesday, April 19, 2017

অন্তমিলে স্রষ্টার প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

         আল্লাহ,  খোদা, অন্তর্যামী
              ইলাহি, বিধাতা,
        পরমাত্মা, জগৎপিতা,
              দয়াল, পরমদাতা।

         ব্রহ্ম,ঋভু, আলমপনা,
              স্রষ্টা, বিভু, পরেশ,
         পৃথ্বিশ, বিধি, জগৎস্রষ্টা,
              জগন্নাথ, অমরেশ।

         উপাস্য, ঈশ, পরমপুরুষ,
               ভগবান, জগতময়
        বিশ্বপতি, জগদিশ্বর,
             জীবিতেশ, দয়াময়।

        সৃষ্টিকর্তা, মঙ্গলময়, রব
             রহিম,  রহমান,
        অমর্ত্য, পর, গোস্বামী, ঋত,
             সর্বশক্তিমান।

        পরমেশ্বর, জগদ্বন্ধু,
            মালিক, অক্ষয়, অমর,
        সর্বদ্রষ্টা, মহাবিজ্ঞ,
            নিরঞ্জন, অধীশ্বর।

        নিকায়, অব্যয়, মহামহিম
             পরমসত্তা, ঈশ্বর, 
        জীবিতেশ্বর, অদ্বিতীয়,
              জগতকর্তা, অজর।

       বিশ্বপালক, পালনকর্তা,
           আদিনাত, প্রেমময়,
        পরমসত্তা, অসীম, প্রভু,
             মনিব, করুনাময়।      

No comments: