মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
আয়রে শিশু, আয়রে কিশোর
আয় ছুটে আজ সব,
ঘোরবো সকল বাড়ি বাড়ি
করবো ঈদ উৎসব।
দেখবো আজকে কাদের ঘরে
নেইকো খুশির ধুম,
তাদের ঘরে দেবো আমরা
আনন্দের রুমঝুম।
খুঁজবো গাঁয়ে কোন শিশুদের
নেই যে ঈদের সাজ,
নতুন জামায় আমরা তাদের
সাজিয়ে দেবো আজ।
অনাথ যারা দুঃখের সাথী
সুখ দেখে না ভবে,
তাদের সকল দয়িত্বআজ আমরা নেবো সবে।
পণ করবো আজ ঘুচাতে সব
দুঃখের জ্বালা তাদের,
তা না হলে ঋণ আমাদের
শোধ হবে না ঈদের।
......
No comments:
Post a Comment