মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
ঘুষ ব্যতিত চাকরি হয় না
শিক্ষা লাভের পরেও,
উচ্চ শিক্ষায় সেরা সনদ
কারো কাছে থাকলেও।
সব যুবক তাই ভাবছে শিক্ষার
দরকার নেই আর দেশটাতে,
এখন তারা করবে সন্ত্রাস
অস্ত্রহাতে একসাথে।
কেড়ে নিতে ধনীদের ধন
করবে তারা মহোৎসব,
তাদের ত্রাসের ভয়ে তখন
থাকবে দেশে সব নীরব।
ঘুষখোরদেরও খুঁজবে তারা
হন্যে হয়ে সবখানে,
বুঝবে এতে ঘুষখোরেরা
ঘুষের মজা জাহানে।
সেয়ানা টেক্স দিতে হবে
নইলে কিন্তু যাবে জান,
বসে বসে বেকার যুবক
করছে শুধু এসব ধ্যান।
শক্তিশালী নেতার পক্ষে
থাকবে তারা সব সময়,
দম্ভে তারা চলবে এতে
ভাববে জীবন মধুময়।
ত্রাসের রাজ্য গড়বে তারা
লুটপাট করবে এ দেশে
জাতি তখন জ্বলবে যেনো
জাহান্নমের তলদেশে।
.......
No comments:
Post a Comment