Wednesday, April 19, 2017

অন্তমিলে পৃথিবীর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ভূ, দুনিয়া, পৃথিবী, গো
    সংসার, মর্ত, ধরা,
মোদিনী, স্থল, উর্বি, বিশ্ব
     ভূমি, বসুন্ধরা।

বসুমতি, বসুমাতা,
     মুত্তিকা, ভূমন্ডল,
ধরিত্রী, ধাম, স্থলভাগ, জগৎ,
      ক্ষিতি, জমি, ভূতল।

ধরণী, ভব, মাটি, জাহান,
       অয়ন, মর্তধাম,
পৃথ্বি, মহি, অচলা, জ্যা,
       ক্ষৌণী, ধরাধাম।

সংসার, ধুলা, বিশ্বজগৎ
      চরাচর, সংসার,
ইহলোক, লোক, পার্থিব জীবন,
       ক্ষেত্র, জীবাধার।
      
     
      
     
     
    
               .......

No comments: