Monday, April 17, 2017

ঈদের খুশি

           ঈদের খুশি

   মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

মুসলমানের ঈদের খুশি রমজানেরই দান,
স্বর্গীয় এ খুশি জাগান আল্লাহ মেহেরবান।।

ধরায় জাগে মহাখুশি উঠলে ঈদের চাঁদ,
প্রীতির জোয়ার উথলে ওঠে ভেঙ্গে ঘৃণার বাঁধ।
সবার তরে সবার থাকে উজাড় করা প্রাণ-
মুসলমানের ঈদের খুশি রমজানেরই দান।।

রমজান মাসের সিয়াম ব্রতী পুণ্য মুসলমান,
আত্মসংযম, আত্মশুদ্ধির চেতনাবোধ পান।
এ চেতনার খুশি তাদের ঈদে করে দান-
মুসলমানের ঈদের খুশি রমজানেরই দান।।

ঈদের দিনে উঁচু-নিচুর ভেদ থাকে না মনে,
পারস্পরিক মন বিনিময় চলে আলিঙ্গনে।
সব হৃদয়ে বাজে শুধু সাম্য-প্রীতির তান-
মুসলমানের ঈদের খুশি রমজানেরই দান।।

হৃদয় থেকে সব কালিমা সিয়াম করে দূর,
স্বর্গের নুরে মোমিন হৃদয় হয়ে যায় ভরপুর।
এ পবিত্র নুরের ঝলক জাগায় খুশির বান-
মুসলমানের ঈদের খুশি রমজানেরই দান।।

মুমিনগণকে ঈদের দিবস ডেকে ডেকে বলে,
সাম্য-প্রীতি ভুলবে না কেউ ঈদ গেলেও চলে।
আজীবন এ প্রীতি যেনো থাকে বিদ্যমান-
মুসলমানের ঈদের খুশি রমজানেরই দান।।
                       ......


No comments: