স্বাগতম হে মাহে রমজান!
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
মর্ত্যলোকে মাহে রমজান
খোদার সেরা দান,
মুমিন বান্দার কল্যাণে যা
স্বর্গীয় মেহমান।
ধরায় এটি জাগায় খোদার আশীর্বাদের বান-
এলো রহমত, মাফিরাত আর নাজাতের
রমজান।।
রমজান মাসে খোলা থাকে
জান্নাতের সব দ্বার,
রোজাদারগণ পেয়ে থাকেন
আল্লাহর দিদার।
প্রভু নিজে হাশরে এর দেবেন প্রতিদান-
এলো রহমত, মাগফিরাত আর নাজাতের
রমজান।।
রোজার মাসে বন্ধ থাকে
জাহান্নামের দ্বার,
শয়তানকেও বন্দি করে
রাখেন পরওয়ার।
রোজাদারের স্বর্গে হবে সুখের অবস্থান
এলো রহমত, মাগফিরাত আর নাজাতের রমজান।।
পুণ্যকর্মের মাঝে করতে
সিয়ামের সাধন,
প্রভুর কাছে করো সবে
শক্তির নিবেদন।
দৃঢ় থেকো পালন করতে খোদার এ বিধান-
এলো রহমত, মাগফিরাত আর নাজাতের রমজান।।
.....
No comments:
Post a Comment