(পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-১০
মুহাম্মমদ আবদুল মান্নান ইয়াকুবী
ওহে খোদা, শুনো আমার
আজ এ ফরিয়াদ,
পরকালে তুমি আমায়
দিও গো নাজাত।
পাপের বোঝা মাথায় রেখে
তুলেছি দুহাত-
রোজার শানে কবুল কর আমার মুনাজাত।
আমি তোমার অধম বান্দা
আমলে অলস,
তাইতো ইবলিশ অনায়াসে
করে আমায় বশ।
পুরো জীবন এতে আমার
হয়েছে বরবাদ-
রোজার শানে কবুল করো আমার মুনাজাত।।
নিত্য যেনো পাপের কর্ম
করি পরিহার,
ইহ-পর দুকাল যেনো
ধন্য হয় আমার।
কাটে যেনো তোমার পথে
ভবিষ্যৎ হায়াত-
রোজার শানে কবুল করো আমার মুনাজাত।।
আত্মসংযম, আত্মশুদ্ধি
হোক আমার রোজায়,
বিফল যেনো না হই আমি
সিয়াম সাধনায়।
মৃত্যুর পরে নসিব যেনো
হয় আমার জান্নাত-
রোজার শানে কবুল করো আমার মুনাজাত।।
No comments:
Post a Comment