Sunday, May 14, 2017

লিমেরিক- ৯

        মদনের বীরত্বভাব
       
      মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বদ মেজাজী মদন আলী খাটাতে চায় প্রভাব,
তুচ্ছতাতে রেগে লোকের মার খেয়ে পায় জবাব।
উত্তম-মধ্যম পেট ভরে খায়,
তাড়া খেয়ে ঘরে পালায়।
ঝাল মেটাতে বউকে মেরে দেখায় বীরের ভাব।

No comments: