Sunday, October 15, 2017

নবীর ঘরের আহ্বান

মাদ্রাসার গান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

দ্বীন-দুনিয়ার আলো পেতে 
নবীর ঘরে চলে আয়,
চমকমারা যে আলোতে
সুপ্তহৃদয় জেগে যায়।
নূরের স্নিগ্ধ মলয়ে এর জীবন রাঙা হয়ে যায়-
দ্বীন-দুনিয়ার আলো পেতে নবীর ঘরে চলে আয়।।

মন রাখলি তুই ধরার কারায়
বন্দী রাত ও দিন,
জীবনটা তোর কাটছে বৃথা
আসলো না সুদিন।
দুনিয়াতে সুদিন পেতে নবীর ঘরে পথ দেখায়-
দ্বীন-দুনিয়ার আলো পেতে নবীর ঘরে চলে আয়।।

ভবের জীবন শেষ হলে তোর
আসবে দুঃখের কাল,
জানলি না তুই ভবের রঙে
ওই কালের হালচাল।
সেকালে সুখ লাভের শিক্ষা নবীর ঘরে পাওয়া যায় 
দ্বীন- দুনিয়ার আলো পেতে নবীর ঘরে চলে আয়।

 ভবের সিন্ধু পারের একে
যানও বলা চলে
ঝড়-তুফানে ডুববে না 
এ যানটি সিন্ধুর জলে।
উভয় কালের সিন্ধু পারে এ যানটিতে চড়তে আয়-
দ্বীন-দুনিয়ার আলো পেতে নবীর ঘরে চলে আয়।।
                        .......

No comments: