Wednesday, December 6, 2017

রাসূল (সঃ)

           (সনেট)

       রাসূল (সঃ)

    মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

তুমিই শান্তিবাহক প্রেরিত রাসূল,
বিশ্বের আলো ও শ্রেষ্ঠ মানবতাবাদী,
ধরায় এসেছ পরে, সৃষ্টি ছিলে আদি,
নৃ-বাগে ফুটেছ হয়ে অপরূপ ফুল।
শত্রুর জ্ঞানেও তুমি  রয়েছ নির্ভুল,
ভূ-লোকে জীবনব্যাপী তোমার কার্যাদি
প্রমাণ করেছে তুমি  মানব দরদী,
ন্যায়-নীতি আর ধৈর্যে হয়েছ অতুল।

তুমি দক্ষ রাষ্ট্রনেতা, পথ প্রদর্শক,
সমাজ সংস্কারক, চির সত্যনিষ্ঠ,
আর কুপ্রথা নাশের বলিষ্ট নায়ক,
সুন্দর চরিত্রে তুমি হয়েছ সার্থক,
জ্ঞান ও দয়ায় তুমি সর্ব উৎকৃষ্ট,
আর স্রষ্টা ও সৃষ্টিতে সম্পর্ক স্থাপক।
                 .......

No comments: