Saturday, December 23, 2017

কবিগণের প্রতি

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ফেইসবুকে দেখি এখন
        কবি শত শত,
লেখে যাচ্ছেন গান, কবিতা
        যার যা ইচ্ছে মত।

কাউকে দেখছি সনেট কবি
      কাউকে কবি গদ্যের,
কাউকে দেখছি লেখছেন কাব্য
      অমিত্রাক্ষর ছন্দের।

কেউ কেউ লেখছেন মাত্রা, স্বর
     আর অক্ষরবৃত্তের ছড়া,
ছন্দের বিচার করলে দেখি
        সবই ভুলে ভরা।

কেউ কেউ আবার লিখে যাচ্ছেন
       কাব্য লিমেরিক,
প্রায় কবিদের লিমেরিকের
        কাঠামো নেই ঠিক।
      
লেখায় শব্দের অপপ্রয়োগ
       আর বানানে ভুল,
পড়তে গিয়ে দেখে লোকে
        হৃদয়ে পায় শূল।

ণত্ব, ষত্ব,  সমাসবদ্ধ
     পদ প্রয়োগের বেলায়,
জ্ঞানস্বল্পতা অনেক কবির
    মাঝে দেখা যায়।

সেরা কবির স্থান নির্নয়ে
     প্রায় বিচারকগণে,
মারাত্মক ভুল করে থাকেন
      হাসেন সর্বজনে।

দুর্বল কবির দাপট দেখে
         বিজ্ঞ কবিগণ,
ফেইসবুকে লেখতে চান না
          কবিতা এখন।

কবি হলেন ধারক বাহক
      আপন ভাষার ভবে,
ভাষায় করলে ভুলটি তিনি
       ভাষা পঙ্গু হবে।

বাংলা হলো বিশ্ববুকে
     গর্বিত এক ভাষা,
কবির লেখা যেনো ভাষার
      না হয় সর্বনাশা।

অলসতা করবেন না আর
    একটু হোন সাবধান,
কবিগণকে বলছি আমি
     দিয়ে যথামান।

ব্যাকরণের নিয়মসহ
     ছন্দ প্রকরণ,
শেখতে কবির করতে হয় না
      বেশি কালক্ষেপণ।

ফেইসবুকের লেখা ঘুরে
         বিশ্বচরাচরে,
একথাটি মাথায় রাখবেন
         সকল কবিবরে।

কবিগণের লেখা যদি
     থাকে ভুলে ভরা,
এ ডিজিট্যাল যুগে তারা
    খাবেন দারুন ধরা।

তাই অনুরোধ করছি ওহে
      কবি বন্ধুগণ,
ভাবেভরা নির্ভুল লেখা
       লেখে ধন্য হোন।

পরিশেষে চেয়ে নিচ্ছি
     সবার কাছে মাফ,
দেশের সকল কবি পার হোক
      সব সাফল্যের ধাপ।
            ......

No comments: