Saturday, December 23, 2017

চেতনা

              চেতনা

    মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
                        .......... 

আ        আমার মনে জাগ্রত যে চেতনা,
ব          বজ্রকণ্ঠে করছি তা' আজ ঘোষণা।
দু          দুঃখভোগী সব মানুষের কল্যাণে,
ল         লড়াই আমার চলতে থাকবে সবখানে।


মা         মাড়িয়ে সব দুর্নীতি আর লাঞ্ছনা,
ন          নব প্রীতির গাইবো গীতি-বন্দনা।
না         নাশ করে সব নির্যাতন এ ভূবনে,
ন          নতুন সুখের বান জাগাবো সব মনে।.।


ইয়া       ইয়াযিদী নীতি কভু মানবো না,
            আমার সংগ্রাম এর বিরুদ্ধে থামবে না।
কু         কুসুম বাগে ফুটবো গোলাপ ফুল হয়ে,
বী         বীরের বেশে ফিরবো সদা বিজয়ে।
                             ..........

No comments: