Saturday, August 24, 2019

জ্বলবে কে কোন জাহান্নামে

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

জ্বলবে কে কোন জাহান্নামে
    বলছি এখন ভাই,
এ কথাটি আমার নহে
    শাস্ত্রে দেখতে পাই।

সাতটি নামে জাহান্নামের
    আছে সাতটি স্তর
 মুসলিম নর ও নারীগণকে
     দিচ্ছি সেই খবর।

'হাবিয়া' এ নামটি হলো
     প্রথম জাহান্নামের,
এতে জ্বলবে ফেরাউন আর
     তার ভক্ত সব কাফের।

দ্বিতীয় যে জাহান্নাম এর
   নামটি হলো 'সাঈর,'
জ্বলবে এতে নাসারা আর,
   খ্রিষ্টান জগদ্বাসীর।

তৃতীয় যে জাহান্নাম এর
  নামটি হলো 'সাকার,'
কপট এবং ধর্মহীন লোক
   হবে এটির আধার।

'জাহীম' নামক যে জাহান্নাম
     চতুর্থ এর স্থান,
এতে মুশরিক, অগ্নিপূজক
     করবে অবস্থান।

জাহান্নামের পঞ্চম স্তরের
   'হুতামা' নাম রাখা,
অনন্ত কাল ইহুদিদের
    এতে হবে থাকা।

ষষ্ট স্তরের জাহান্নামের
   নামটি হলো 'লাজা',
ইবলিশ ও তার অনুসারীর
    হবে এতে সাজা।

'ওয়াইল' হলো সপ্তম স্তরের
      জাহান্নামের নাম,
মনটা দিয়ে শুনুন এতে
       হবে কাদের ঠাম।

শেষ জমানার পাপী উম্মত
     তওবা ছাড়া যারা,
মৃত্যু বরণ করবে এতে
        জ্বলবে শুধু তারা।

জাহান্নামের আজাব থেকে
       মুক্তি পাওয়ার তরে,
চাও সর্বদা খোদার কাছে
      ক্ষমা সকাতরে।

জীবন-যাপন করতে হবে
   কোরান, সুন্নাহ মতে,
চির দৃঢ় থাকতে হবে
         সরল সত্য পথে।
              .........
তারিখঃ ২৩- ০৮ -২০১৯ খ্রি.

   
  
      

No comments: