Wednesday, September 20, 2023

বাস্তবতায় ইসলাম

বাস্তবতায় ইসলাম
      মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ইসলাম আছে কিতাবে আর
      মোমিন আছে কবরে,
মুসলিম আছে জীবিত সব
      বসুমতীর ওপরে। 

নির্ভুল আছে কেরআন-সুন্নাহ
       প্রভুর গড়া ধরাতে,
কাটমোল্লারা থাকে কিন্তু 
       এদের অপব্যাখ্যাতে।

এর পেছনে রাখে তারা
   ধর্মের ব্যবসা জমজমাট,
এতে সরল মুসলিমের ধন
        করে তারা আত্মসাৎ। 

চাঙ্গা রাখতে নিজ নিজ ব্যবসা 
    একে অন্যের ব্যাপারে,
কুমন্তব্য করে নিত্য
       গণ্ডমূর্খের রূপ ধরে।
     
     
     
 

এ দুয়ের পাক বিধান মেনে
      করতে হবে বন্দেগী,
নইলে পূত হয় না কভু
      ধরায় মানব জিন্দেগী।
     
     



  
       



       

No comments: