Saturday, July 20, 2019

অন্তমিলে 'ছলনা'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

কুটবুদ্ধি, ছলাকলা,
    ভণিতা, ছলনা,
প্রবঞ্চনা, ফুসলান
  ছলা, প্রতারণা,

ভাঁড়ান, কপটাচরণ
ধোঁকাবাজি, ছল
ভান, ছুতা, জাল, ফাঁদ
  জোচ্চুরি, কৌশল।

চাতুরী, ন্যাকামি, ছলা
      ধোঁকা, কপটতা,
উপলক্ষ, ফাঁকিবাজি
     ছলন, শঠতা
     

No comments: