Tuesday, July 16, 2019

অন্তমিলে 'ভয়'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হৃদকম্পন, সন্ত্রাস
                মারমূখ, ত্রাস,
ভয়ভীতি, কুণ্ঠা, ভীতি
                ভয়ানক, গ্রাস।

খতরা, আতঙ্ক, ঘৃণ্য
               তরাস, সম্ভ্রম,
অভিশঙ্কা, ডর, শঙ্কা
              অস্থির,  নির্মম।

বিকটাকৃতি, বিকট
            অতি কুৎসিত,
জগন্য, ভীতিজনক
            বিষম, ভীবিত।

লোমহর্ষক, হিংস্র
             দুরূহ, ভয়ঙ্কর,
পরাক্রান্ত, ভীতিপ্রদ
             ক্রুদ্ধ, ত্রাসকর।

নির্মমতা, ভয়াভহ
          বেদনা, করাল,
ভীবৎস, উৎকট
           উদ্বেগ, ভয়াল।
        ........

     
    
     
    

No comments: