Friday, July 26, 2019

অন্তমিলে 'রাত' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রাত্তির, নিশুতি, রাতি
   যামিকা, রজনী,
ত্রিযামা, অসুরা, রাত
     শর্বরী, শমনী।

বিভাবরী, যামবতী,
  ক্ষপা, নিশীথিনী,
ক্ষণদা, অন্ধিকা, নিশি
    রাত্রী, তারকিনী।

নিঃসম্পাত, রাত্রিবেলা
    ক্ষপা, নিশিকাল,
প্রদেশকাল, অন্ধিকা,
    নক্ত, রাত্রিকাল।

No comments: