Monday, July 22, 2019

অন্তমিলে 'ধনী' এর প্রতিশব্দ

অর্থশালী, সার্থ, ধনী
     অর্থবান, মালদার,
আণ্ডিল, আঢ্য, আলাল, সচল
    প্রচুর, দৌলতদার।

সম্পদশালী, ধনশালী
    বৃত্তবান, শ্রীমন্ত,
ধনবান,সমৃদ্ধ, সুস্থিত
      ধনাঢ্য, উন্নত।

উমদা, সচ্ছল, প্রাচুর্যময়
    দামী, বৃত্তশালী,
প্রবহনশীল, পয়সাওয়ালা
     ক্ষেমবান , আলালী।

করদ-নদী, উচ্ছলিত
   ধনধান্যপূর্ণ,
প্রবহনশীল, অপর্যাপ্ত
    অঢ়েল, মূদ্রপূর্ণ।
   
   

,

No comments: