Sunday, July 21, 2019

অন্তমিলে 'দয়ালু'এর প্রতশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

করুণাময়, ক্ষমাশীল
    ক্ষমী, দয়াবান,
অনুগ্রাহক, করুনিক
     কৃপা, ক্ষমাবান।

অনুকম্পা, স্নেহশীল
  সাধু, কৃপাময়,
সকরুণ, সদাসয়
  দরদী, সদয়।

উৎকৃষ্ট, সুকৃতি
শিষ্ট, অমায়িক,
অনুকূল, সহায়ক
বদান্য, ধার্মিক।

পরোপচিকীর্ষা, শুভ
   কোমল, হৃদয়,
উপকারেচ্ছু, সুশিল
    শ্রেয়, মায়াময়।

No comments: