Saturday, July 20, 2019

অন্তমিলে 'তেজ'এর প্রতিশব্দ

  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আশক্তি, মেজাজ, ফুর্তি
     জ্যোতি, বিচ্ছুরণ,
বিকাশ, আলোক, তাপ
     জ্বালানি, দাহন।

দৈহিকশক্তি, দেমাক
  দীপ্তি, বলিষ্ঠতা,
ওজস্বীতা,অংশুক
  প্রভা, সজিবতা,

রজগুন,গর্ব, ত্বিষা
  বীর্য, প্রাণশক্তি,
পুরুষত্ব, উদ্দীপনা
   বর্চ,কর্মশক্তি।

সক্রীয়শক্তি , উচ্ছ্বাস
   প্রভাব, উত্তেজন,
অহংকার, বিক্মশশ
   দীধিতি, দহন।
 
বসু, আলা, বিভা, নুর
    ভানু, বিকাশন,
রশ্মি, ময়ুখ, আলতো
     জ্বলন, কিরণ।
   

       

No comments: