Saturday, July 20, 2019

অন্তমিলে 'ভালবাসা'এর প্রতি শব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ভালবাসা, অনুরাগ,
            প্রেম, অনুরক্তি,
আকর্ষণ, অনুষঙ্গ
         আসঙ্গ, আসক্তি।

আদর, মমতা, স্নেহ
           কামনা, আকুল,
পেয়ার,  পছন্দ, প্রীতি
             পিরিত, ব্যাকুল।

করুণা, দয়া, আসক্ত
              প্রেম, লোভ, লুব্ধ,
রিরংসা, কামানল,
             লোলুপ, প্রলুব্ধ।

লিপ্সা, ভাব, রতি,কাম
                    পরিতোষপূর্ণ,
দিলখোলা, আন্তরিক
                     সমাদরপূর্ণ।

              

No comments: