Friday, July 26, 2019

অন্তমিলে 'নিঝুম' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অনুচ্চারিত, অক্রীয়,
    গোমটা, নীরব,
মুখচাপা, নিরুত্তর
   নিঃশব্দ, অরব।

শব্দহীন, চুপচাপ
  সংযতবাক,
অনুরক্ত স্বল্পভাষী
  নিসাড়া, নির্বাক।

No comments: