মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
করুণাময় মহাপ্রভু
গফুর ও গাফ্ফার,
কবুল করো আজকে তুমি আমার ইস্তেগফার।।
রমজানের আজ শেষ দিবসে
ওহে মাওলা ধনী,
দুহাত তুলে তোমার পানে
দয়ার প্রহর গুনি।
ধন্য হবো পেলে তোমার দয়া ও দিদার-
কবুল করো আজকে তুমি আমার ইস্তেগফার।।
রোজা, নামাজ, দান, সদকা সব
করবো তোমার তরে,
কোনো গুনা করবো না আর
বলছি শপথ করে।
হৃদয় কাঁপে পাপের ভয়ে মাফ করো পরওয়ার-
কবুল করো আজকে তুমি আমার ইস্তেগফার।।
পাপকে ঘৃণা করার মতো
দাও ঈমানী বল,
যাতে তোমার জন্যে থাকে
আমর প্রাণ উচ্ছল।
পূণ্যবানদের মতো পূত করো মন আমার-
কবুল করো আজকে তুমি আমার ইস্তেগফার।।
.
No comments:
Post a Comment