মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
নগ্ন মাথায় কোঁকড়া চুলে
গোলাপ উপবনে,
যেনো তুমি প্রীতির স্মৃতি
দেখছো উদাস মনে।
সত্যপ্রীতি দেখতে পাবে
সকল সৃষ্টির মাঝে,
কিন্তু প্রীতি মানবকূলে
দেখবে পুরো বাজে।
মানুষ এখন ধরার বুকে
মনুষ্যত্ব হারা,
এ কারণে সঠিক প্রীতির
ধার ধারে না তারা।
ভোগের প্রেমের প্রেমিক তারা
ত্যাগের প্রেমিক নয়,
তাইতো তাদের প্রেম বিনিময়
ঘটায় বিপর্যয়।
থাকলে তাদের সঠিক প্রীতি
সৃষ্টি ও স্রষ্টার,
সর্ব সৃষ্টির প্রীতি পেয়ে
সুখ পেতো অপার।
..........
তারিখঃ ০৮-০৭-২০১৬ খ্রি৷
No comments:
Post a Comment