Friday, June 21, 2019

ব্যর্থ প্রেমিক/ প্রেমিকাকে


ব্যর্থ হওয়ায় ভালবাসার
     তৃষ্ণা নিবারণে,
আছো তুমি এর বিরুদ্ধে
     নিত্য অনশণে।

ক্ষোভের অনল জ্বলছে এতে
      চাঙ্গা হচ্ছে খরা,
রাঙা তোমার হচ্ছে না তাই
      ভালবাসার ধরা।

চিরতরে মনটা তুমি
  পূত রেখো যদি,
পেয়ে যাবে ভালবাসার
     চিরস্থায়ী গদি।
           ....
তারিখঃ ২১-০৬- ২০১৯ খ্রি.
( শুক্রবার রাত আট ঘটিকা)

.

.

No comments: