Monday, June 17, 2019

শিক্ষক মান্যকরণ

শিক্ষক মান্যকরণ
মুহাম্মদ আবদুল মন্নান ইয়াকুবি
  
যিনি তোমার শিক্ষক তাঁকে
মান্য কর যদি,
ভবিষ্যতে পাবে তুমি
ধরায় সুখের গদি।
শিক্ষকের তাই মন জয় করে চলবে নিরবদি।।

তোমরা যারা ছাত্র-ছাত্রী
কর শিক্ষা অর্জন,
স্মরণ রাখবে, শিক্ষক করেন
শিষ্যের জীবন গঠন।
এ কারণে শিক্ষকগণকে করবে অনুসরণ।।

শিক্ষক হলেন জাতি গড়ার
সুদক্ষ নির্মাতা
ছাত্র করলে অপমান তার
সহে না বিধাতা।
যথামান দাও তাঁকে যাতে তিনি শিক্ষাদাতা।।
        .......

No comments: