শিক্ষক মান্যকরণ
মুহাম্মদ আবদুল মন্নান ইয়াকুবি
যিনি তোমার শিক্ষক তাঁকে
মান্য কর যদি,
ভবিষ্যতে পাবে তুমি
ধরায় সুখের গদি।
শিক্ষকের তাই মন জয় করে চলবে নিরবদি।।
তোমরা যারা ছাত্র-ছাত্রী
কর শিক্ষা অর্জন,
স্মরণ রাখবে, শিক্ষক করেন
শিষ্যের জীবন গঠন।
এ কারণে শিক্ষকগণকে করবে অনুসরণ।।
শিক্ষক হলেন জাতি গড়ার
সুদক্ষ নির্মাতা
ছাত্র করলে অপমান তার
সহে না বিধাতা।
যথামান দাও তাঁকে যাতে তিনি শিক্ষাদাতা।।
.......
No comments:
Post a Comment