আল্লামা দিলাওর হোসেন সাঈদী (র.)কে অর্পিত
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
বাংলার সত্যপ্রেমী হে অকুতোভয়!
মৃত্যুবরণ করেছ তুমি হাস্যমুখে,
হয়ে গেছ মৃত্যুঞ্জয়ী স্বদেশের বুকে,
এ অন্যায়ে দেশবাসী অতি ক্ষুব্ধ হয়।
ছিনিয়ে আনতে তুমি সত্যের বিজয়
রাখতে নিজ জনতা চিরতরে সুখে , এ কারণে পাপিষ্ঠরা জ্বলে ধুঁকে ধুঁকে
তাই, তব তরে তারা গড়ে বিচারালয়।
ভাড়াটে সাক্ষীরাও সাক্ষ্য দেয় মিথ্যার,
তুমি নাকি ছিলে দেশে নরহত্যাকারী,
রায় পেলে আজীবন কারায় থাকার।
ঘাতক ঘটায় তথা মরণ তোমার,
সত্যের পাল্লা তোমার আজ অতি ভারী,
পাপীদের নেই আর পথ পালাবার।
......
No comments:
Post a Comment