আওয়ামী লীগের তালগাছ (গদি) রক্ষায়
মুহাম্মদ আবদুর মান্নান ইয়াকুবী
চলতো গুম আর খুনাখুনি
আওয়ামী লীগ নীতিতে,
উদ্দেশ্য এর একটাই ছিল
টিকে থাকা গদিতে।
তাইতো কারো মিল থাকতো না
কথা কর্ম আর চিন্তায়,
ঐক্য, সত্য, উদারতা
গিয়েছিল সব গোল্লায়।
ন্যায়-নীতি আর ধৈর্য-সহ্য
ছিল তখন সব বর্জ্য,
প্রধানমন্ত্রী ছিল দলের
বিশ্বসেরা নির্লজ্জ।
রেষারেষি চলতো দলে
নিজ নিজ স্বার্থ রক্ষার্থে,
কিন্তু কারো মন থাকতো না
নিবেদিত পরার্থে।
অন্যায় কাজের প্রতিবাদ কেউ
করলে মরতো গুলিতে,
এ কারণে গুণীলোকজন
নিত্য থাকতো বলিতে।
রাখতে চির অধিকারে
'তালগাছ' নামক গদিটা,
বাজালো নিজ অধঃপাতের
বারোটারই ধ্বনিটা।
........
No comments:
Post a Comment