ভন্ড সমাচার
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
ভন্ডদের আজ কদর বেশি
বাংলাদেশের ভেতরে,
ভক্তি তাদের করে বহু
মানুষরূপী ইতরে।
নেইকো তাদের ধর্মীয় জ্ঞান
দেখায় ধর্মে শ্রদ্ধা খুব,
শয়তানেরই চেলা তারা
বেশভূষায় নেয় অলীর রূপ।
খানকায় বসায় গাঁজার আসর
মারে গাঁজায় নেশারটান,
মাতালামি আর আস্ফালনে
চালায় জিকির, করে ধ্যান।
পীরে গাহে বাউল গীতি
ভক্তরা কয় ইল্লাল্লাহ,
গান-জিকিরে কাঁপায় তারা
খানকাসহ মহল্লা।
নাচ-গান- মদ আর জেনায় তাদের
খানকা থাকে সরগরম,
বিজ্ঞজনে দেখলে তাদের
বলে পাপী, বেশরম।
জাহান্নামের পথিক হবে
চললে তাদের পথ ধরে,
শাস্ত্রবিদদের কথা এখন
শোনে না সব বর্বরে। .
No comments:
Post a Comment