অচেনা পাখি
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
বিজন বনে কূজন করে
অচেনা এক পাখি,
রূপমাখা সে পাখিটাকে
দেখলে জুড়ায় আঁখি।
বনকে মুখর রাখে পাখি
তার সুরেলা গানে,
ওই সুরে সব অলস প্রাণে
সজিবতা আনে।
না বলা যে কথা সবে
মনে চেপে রাখে,
অশ্রুত তার সুর দিয়ে তা
ব্যক্ত হয়ে থাকে।
মোহমুগ্ধ কন্ঠটি তার
বিজন বনে ভাসে,
তাই অচেনা পাখিটাকে
সবাই ভালোবাসে।
.......
No comments:
Post a Comment