শিশুর গুরুত্ব
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
মোদের দেশের শিশু যদি
জঠর জ্বালায় মরে,
তবে মোদের অধঃপতন
থাকবে যুগ যুগ ধরে।
শিশু হলো একটা দেশ ও
জাতির ভবিষ্যৎ,
আগামীতে সে তো আনবে
স্বর্ণযুগ আলবৎ।
হাতের মুঠোর মধ্যে শিশু
রাখবে সারাবিশ্ব,
ধরায় কাউকে দেবে না সে
হতে কভু নিঃস্ব।
আদর-যত্ন দিয়ে শিশু
রাখ শান্তি-সুখে,
বদন যেনো ম্লান না হয় তার
কোনে কষ্টে, দুঃখে।
শিক্ষা-দীক্ষা দিয়ে সবে
গড়তে হবে শিশু ,
কারণ,ভাবীর কাণ্ডারী সে
নির্মাতা আর যিশু।
......
তারিখঃ ০২-১২-২০১৮ খ্রি.
No comments:
Post a Comment