মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
পাঞ্জেগানা নামাজ কায়েম
করুন ঈমানদার,
নামাজ দ্বারা আদেশ পালন
হয়ে যায় মাওলার।
স্রষ্টা ছাড়া পড়তে হয় না
নামাজ কারো জন্যে,
পড়লে নামাজ মহান আল্লাহ্
খুশি হন এজন্যে।
আল্লাহর দ্বীন কায়েম করতে
পড়তে হয় নামাজ,
এর দ্বারা হয় স্রষ্টা-সৃষ্টির
মেলবন্ধনের কাজ।
নামাজে হয় খোদা তালার
শোকরিয়া আদায়,
আরো অনায়াসে তাঁরই
সাক্ষাত পাওয়া যায়।
আল্লাহর হক আদায় করতে
চান যদি সবাই
তবে সকল নর ও নারীর
নামাজ পড়া চাই।
গুনাহ থেকে বাঁচায় নামাজ;
পুণ্যের দেয় ছয়লাপ,
আর নামাজির কবর আজাব
করেন খোদা মাফ।
নামাজ পড়লে ত্রাণ পাওয়া যায়
শয়তানের হাত থেকে,
সব ওয়াক্তে তাই আগে নামাজ
পড়বে সব কাজ রেখে।
নামাজি হন প্রিয়পাত্র
আল্লাহ তালার,
ছাড়লে নামাজ জাহান্নামি
হবেন খবরদার।
.....
তারিখঃ ০৪-১২-২০১৮ খ্রি.
No comments:
Post a Comment