Sunday, December 9, 2018

রমজানের সৌজন্যে প্রার্থনা-২৩

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-২৩

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হে প্রভু!
তোমার ডাকে আসলাম একা
যাবো একা ডাকলে আবার,
আমি পাপী হতভাগা
মাপ করে দাও গুনাহ্ আমার।
            তোমার ডাকে আসলাম একা
             যাবো একা ডাকলে আবার।।

রমজানের আজ পুণ্য রাতে
যাঁচি তোমায় খালি হাতে,
কবুল করো আমার দোয়া
আর দাও তোমার কৃপা অপার।
            তোমার ডাকে আসলাম একা
             যাবো একা ডাকলে আবার।।
    
অচিন দেশে যাবো যেদিন
নিঃস্ব আমি থাকবো সেদিন
তোমায় ছাড়া পাবো না যে
কোনো উপায় খুঁজেও আর।
            তোমার ডাকে আসলাম একা
             যাবো একা ডাকলে আবার।।

আছি ভুলে জীবনব্যাপী
হয়েছি তাই মহাপাপী,
তুমি মহা ক্ষমাশীল তাই

আশা রাখি তবে ক্ষমার।

            তোমার ডাকে আসলাম একা
            যাবো একা ডাকলে আবার।।
                  ......

No comments: