Thursday, January 10, 2019

বাঁচার মত বাঁচতে হলে

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আরাধনার পরে ভোরে
             অভ্যাস করুন হাটার,
বসলে বসবেন সোজা হয়ে
            চিবিয়ে খান খাবার।

তৈলাক্ত ও মিষ্টি খাবার
  বাদ দিয়ে দিন সবে,
সবুজ সবজি আর ফলমূল খান
   ভাল থাকবেন তবে।

নিজের কাজটি নিজে করুন
    ব্যস্ত থাকুন কাজে,
ভাল কাজের কর্মী সাজবেন৷ 
   করবেন না কাজ বাজে।

ঢিলেঢালা পোশাক পরবেন
    শোয়ার সময় ভাই,
কিন্তু শোয়ার বিছানাটা
     শক্ত হওয়া চাই।

রাগ পরিহার করুন সবাই
     সংযমী হোন কথায়,
মানুষ বিশ্বাস করতে শেখুন
     আর থাকবেন না মিথ্যায়।

ধর্মের বিধান মেনে চলতে
   ভুল করবেন না কভু
একালে সুখ আর সেকালে
    মুক্তি দেবেন প্রভু।

ভুল যদি কেউ করে থাকে
   ক্ষমা করবেন তাকে,
মানব সেবায় থাকতে হবে
    সতত আপনাকে।

পৃথিবীতে করেন যদি
    সচ্চরিত্র অর্জন,
শ্রদ্ধার রাজ্যের রাজা হয়ে
   পাবেন স্থায়ী আসন

সাম্প্রদায়িক সম্প্রীতি ভাব
    চাঙ্গা রাখুন মনে,
দেখবেন শান্তির ফুল্লধারা
    বইবে এ জীবনে।

অহংকারটা ঝেড়ে ফেলুন
       চিন্তা করুন সৎ,
এসব নিয়ম-নীতি বাঁচায়
   বাঁচার মত আলবৎ।
             ......
তারিখঃ ০৭- ০১- ২০১৯ খ্রি.

Build up your habit of walking
       In the dawn after prayer,
Seat straitly and diet without 
      Chewing eat never.

No comments: