মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
আমি ছোট্ট খুকী কিন্তু
সবই করতে পারি,
লেখা-পড়ার ফাঁকে ফাঁকে
গৃহের কাজও সারি।
মুখরোচক খাবার তৈরী
আরো নানা কাজে,
নিত্য আমি ব্যস্ত থাকি
সকালে ও সাঁঝে।
কাজের মেয়ে রাখার সুযোগ
দিই না আপন ঘরে,
নিজের কাজটা নিজে করি
তৃপ্তিতে মন ভরে।
নিয়মিত বিদ্যালয়ে
করে থাকি গমন,
শিক্ষা অর্জন করে আমি
গড়বো সুখের জীবন।
কখনো নই হীন আমি
কন্যাশিশু বলে,
কর্মে আমি সফল হয়ে
থাকবো গগনতলে।
No comments:
Post a Comment