Wednesday, March 22, 2017

শিশু হাফিজ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

এ যে দেখো সোনার শিশু
            হাতে আল-কোরআন,
বদনে তার নূরের জ্যোতি
             দেখলে জুড়ায় প্রাণ।

মর্তে এখন এ শিশুটি,
                 স্বর্গের আশীর্বাদ,
তাকে দেখে রূপটি হারায়
              দূর আকাশের চাঁদ।

সূর্য যেনো হারাচ্ছে আজ
               তার নিজস্ব তেজ,
ধরায় দেখে এ শিশুটি
           কোরআনের হাফেজ।

এ কোরআনে দূর করে  দেয়
             ভবের অন্ধকার,
ছড়িয়ে দেয় আলোর জ্যোতি
             পথ হারে না আর।

পরিপূর্ণ জীবন বিধান
       এ গ্রন্থ ধরায়,
সব সসস্যার সমাধান তাই
      এতে পাওয়া যায়।

আল-কোরআনের নীতি মানলে
      বিশ্বে সর্বজন,
মহাসুখের প্লবে তারা
       ভাসবে আজীবন।

এ শিশুটির বক্ষে আছে
       পবিত্র কোরআন,
তাইতো ধরায় পাচ্ছে সে আজ
       স্বর্গীয় সম্মান।

পাঁচ বছরের কম বয়সে
      কোরআনের হাফেজ
হতে লাগে কঠোর শ্রম আর
        মেধাটা সতেজ।

গর্বিত এ শিশু এতে
        হয়েছে সফল,
বেহেস্তি নূর সর্বাঙ্গে তার
         করে তাই ঝলমল।

সে যেনো আজ ধরার মাঝে
       স্বর্গীয় মেহমান,
সবার দোয়ায় জীবন হোক তার
         অতি মহীয়ান।
                 ........

No comments: