Thursday, March 16, 2017

যেখানে চলে আমার স্থায়ী বসবাস

:মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অবারিত মাঠ-ঘাট, অসংখ্য বাট
বিভার কিরণরাঙ্গা, শশীর সুহাস,
সবুজ-শ্যামলঘেরা, পুষ্পে মনোহরা,
বারিস্নাত ধরা যেথা ঐশ্বয্যের রাশ।

বিচিত্র সুতার ফল, বিপুল ফসল
উর্বর ফলন মাটি, ছায়ায় নিবাস,
গিরি-সৈকত, বনানী, নানা জাত প্রাণী
উদার নিসর্গে নিত্য জাগায় উচ্ছ্বাস।

ষড়ঋতুর ষড়রঙ্গ, সমুদ্র তরঙ্গ
সুশীতল সমীরণ, সুনীল আকাশ,
কোকিলের কুহুরব, বাসন্তি সৌষ্ঠব,
সতত জাগিয়ে রাখে, হৃদয়ে উল্লাস।

বৈশাখের উন্মাদন, ময়ূর নাচন
আর থাকে রূপে যার ভরা আশপাশ,
সেটিই আমার ভূমি, প্রিয় জন্মভূমি
যেখানে চলে আমার স্থায়ী বসবাস।

No comments: